বেহাল রাস্তা , নেই সংস্কার : প্রতিবাদে রাস্তা অবরোধে বাঁকুড়ার বড়জোড়ার ব্রাহ্মনডিহার বাসিন্দারা

18th June 2020 6:47 pm বাঁকুড়া
বেহাল রাস্তা , নেই সংস্কার : প্রতিবাদে রাস্তা অবরোধে বাঁকুড়ার বড়জোড়ার ব্রাহ্মনডিহার বাসিন্দারা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বেহাল রাস্তার প্রতিবাদে বড়জোড়ার থানার ব্রাহ্মণডিহাতে বালি বোঝাই ট্রাক্টর আটকে পথ অবরোধ করে  বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা।  বড়জোড়া থেকে তাজপুর হয়ে পখন্না যাবার দীর্ঘ প্রায় ১২ কিমি রাস্তা ইটভাটা ও বালি খাদানের বেপরোয়া ভাবে ওভার লোডিং যান চলাচলের জেরেই বেহাল হয়ে পড়েছে বলে গ্রামবাসীদের দাবী। দীর্ঘ দিন সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের। ফলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। নিত্য যাতায়াতের পাশাপাশি মুমূর্ষু রোগীদের হাসপাতাল পাঠানো কঠিন হয়ে পড়েছে। এম্বুলেন্স ঢুকতেই পারেনা। টোটো কোন রকমে চললেও মাত্রা ছাড়া ভাড়া লেগে যায় তাতে। এছাড়া বাইক  আরোহী বা পথচারীরাও এই পথ চলতে পদে,পদে বিপদের সম্মুখীন হচ্ছেন। তাই এই বিক্ষোভে সামিল হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন গ্রামের মানুষজন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।